রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় ২৪ ঘণ্টায় দুই লাশ উদ্ধার 

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়ায় ২৪ ঘণ্টায় দুই লাশ উদ্ধার 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘণ্টার মধ্যে দুই যুবকের লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বেতমোড় গ্রামের একটি পুকুর থেকে ইব্রাহিম (১৯) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

ইব্রাহিম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে। অপরদিকে শুক্রবার বিকালে পূর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় রেজাউল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। রেজাউল ওই গ্রামের লিবিয়াপ্রবাসী নাজমুল হোসেনের পুত্র।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের বাবা মারা যাওয়ার পর মা রেণু বেগম পার্শ্ববর্তী শরণখোলা উপজেলায় দ্বিতীয় স্বামীর সংসারে বসবাস করছিলেন।

এদিকে বাকপ্রতিবন্ধী ইব্রাহিম ভবঘুরে জীবনযাপন করে আসছিল। শনিবার (২৬ আগস্ট) সকালে পার্শ্ববর্তী বেতমোড় গ্রামের একটি পুকুরে ইব্রাহিমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

এছাড়া শুক্রবার বিকালে রেজাউলের মা ও ছোট ভাই বেড়াতে গেলে ঘরের দরজা-জানালা বন্ধ করা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকায় রেজাউলের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তার মামা মো. সোলায়মান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার দুই যুবকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, দুটি মৃত্যুই রহস্যজনক এবং লাশ ময়নাতদন্তের জন্য পিরোপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

টিএইচ